টঙ্গিবাড়ীতে ৮ম বার্ষিক তারকে ও সিফাত স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশ | ১৩ এপ্রিল ২০২৫, ০৯:৩৩

টঙ্গিবাড়ী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার গনাইসার মাঠে শনিবার বিকালে ৮ম বার্ষিক তারেক ও সিফাত স্মৃতি প্রীতি ছোট বড় ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় । 

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শামসুদ্দিন চোকদার জুয়েলের উদ্বোধকে স্বপন চোকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন পাঁচগাও ইউনিয়ন বিএনপি সভাপতি ও  সাবেক চেয়ারম্যান শেখ সেলিম, বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন  বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কামরুল ইসলাম বিপন, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী কাইয়ুম ফকির, বিশিষ্ট ব্যবসাযী সমাজ সেবক মালয়েশিয়া প্রবাসী আমিন শিকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দেলোয়ার হোসেন চোকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহিন শেখ, সমাজ সেবক কাশেম চোকদার, আওলাদ পাইক, আক্তার পাইক, মতি শেখ,  শামিম শেখ, শহিদ চোকদার, জাব্বর শেখ, সাইদুল চোকদার, আনোয়ার শেখ,কবির চোকদার, কামাল পাইক, হানিফ পাইক ( মেম্বার),  আয়শা মেম্বার, হাফিজ শেখ, ইকবাল চোকদার, মো: ডালু, কাজল শেখ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়াহিদুজ্জামান কিরন চোকদার । ৫ -০ গোলে ছোট দল বিজয়ী হন ।


যাযাদি/ এসএম