ভেড়ামারায় নদী থেকে শিশু সুমাইয়ার লাশ উদ্ধার
প্রকাশ | ১৩ এপ্রিল ২০২৫, ১৩:০৮

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর সোলাইমান শাহ মাজার সংলগ্ন পদ্মা নদী থেকে শনিবার রাত ১০টার সময় শিশু সুমাইয়া ইয়াসমিনের (৫) লাশ উদ্ধার করেছে। এলাকায় শোকের মাতম। শিশু সুমাইয়া ইয়াসমিন কুষ্টিয়ার খাজানগর এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে।
ভেড়ামারা থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টার সময় ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর সোলাইমান শাহ মাজার সংলগ্ন পদ্মা নদীতে সুমাইয়া ইয়াসমিন গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি। শনিবার রাত ১০টার সময় সুমাইয়া ইয়াসমিনের লাশ ভেসে উঠে। সোলাইমান শাহের মাজার সংলগ্ন পদ্মা নদী থেকে সুমাইয়া ইয়াসমিনের লাশ এলাকাবাসী উদ্ধার করে।
ভেড়ামারা ফায়ার সার্ভিস কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, পদ্মা নদী থেকে ৫ বছরের শিশু সুমাইয়া ইয়াসমিনের লাশ উদ্ধান করেছে।
যাযাদি/ এসএম