ঘাটাইলে চ্যাংটা খাল খননের উদ্বোধন 

প্রকাশ | ১৩ এপ্রিল ২০২৫, ১৪:৪৮

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের মাকেশ্বর এলাকায় অবস্থিত চ্যাংটা খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে খাল খননের উদ্বোধন করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকবৃন্দ। চ্যাংটা খালটি দীর্ঘদিন ধরে বর্জ্য ও মাটির স্তুপে বন্ধ হয়ে পড়ে থাকায় এর স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছিল। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুকনো মৌসুমে চাষাবাদের জন্য পানি সংকট দেখা দিত।

খালটি খননের মাধ্যমে পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে, যা এলাকার কৃষিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

যাযাদি/ এসএম