ঘোড়াঘাটে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশ | ১৩ এপ্রিল ২০২৫, ১৫:১৯

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের ঘোড়াঘাটে ক্ষুদ্র নৃতাত্বিক ও দলিত জাতি গোষ্ঠী নারীদের স্বনির্ভরতা অর্জন ও নারী ক্ষমতা সৃষ্টি লক্ষে ১ মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। 

রোববার সকাল সাড়ে ৯ টায় বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের ডুগডুগীহাট প্রসপারিটি প্রকল্প অফিসের আয়োজনে  উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিল্যান্ড আব্দুল আল মামুন কাওছার শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপক পিকেএসএফ মোঃ আলাউদ্দিন আহমেদ।

আরও উপস্থিত ছিলেন, সংস্থার প্রকল্প সমন্বয়কারী ফিরোজ আহমেদ, কারিগরি কর্মকর্তা পুষ্টি মোঃ মেহেদী হাসান, কারিগরি কর্মকর্তা কমিউনিটি মবিলাইজেশন বিধান বাস্কে,  প্রোগ্রাম  অফিসার মোঃ হাবিবুর রহমান, শাখা ব্যবস্থাপক ময়নুল  ইসলাম, এটিও ফারুক হোসেন, আব্দুল রাজ্জাক, মেমি বানু ও আবু সাঈদ প্রমুখ।

যাযাদি/ এসএম