পুঠিয়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান

প্রকাশ | ১৩ এপ্রিল ২০২৫, ১৭:৪৭

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

রাজশাহীর বানেশ্বরে মেয়াদ উত্তির্ন ঔষধ রাখার অভিযোগে অভিযান চালিয়েছে  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে বানেশ্বর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী সহকারী পরিচালক বিপুল বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে পুঠিয়া থানা পুলিশের একটি টিম সহায়তা করে। 

এসময় বানেশ্বরে অবস্থিত বিসমিল্লাহ মেডিসিন কর্নারে মেয়াদ উত্তির্ন ঔষধ রাখা ও লাইসেন্স এর নবায়ন না থাকায় তিন ঔষধের দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা।

যাযাদি/ এম