শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

প্রকাশ | ১৩ এপ্রিল ২০২৫, ১৯:০১

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

শেরপুরের শ্রীবরদীতে ২য় শ্রেণীর এক মাদরাসা শিক্ষর্থী (৮) কে যৌন হয়ারিন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে আবু বক্কর সিদ্দিক (৩০) নামে এক শিক্ষককে আটক করে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত ওই শিক্ষককে মাদরাসা থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

রবিবার (১৩ এপ্রিল) বিকালে উপজেলার  হাঁসধরা আকন্দ বাড়ি মৌলভী মফিজ উদ্দিন মাদরাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত শিক্ষক রাণীশিমুল ইউনিয়নের চক্রপুর গ্রামের  আবুল কাশেমের ছেলে। সে ওই মাদরাসার প্রধান শিক্ষক। 

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে মাদরাসা ছুটি দেয় প্রধান শিক্ষক হাফেজ আবু বক্কর সিদ্দিক। এসময় শিশু শিক্ষার্থী (৮) কে তার অফিস কক্ষে পানি আনতে বলেন। শিক্ষার্থী পানি নিয়ে গেলে কৌশলে প্রধান শিক্ষক ওই শিশু শিক্ষার্থীর স্পর্শকাতর জায়গায় স্পর্শ  করে। পরে ওই শিশু শিক্ষার্থী ঘটনাটি তার মাসহ পরিবারের লোকজনকে জানায়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী মাদরাসার অফিস কক্ষে ওই শিক্ষককে আটক করে। 

এনিয়ে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করে। পুলিচ খবর পেয়ে শিক্ষক আবু বক্কর সিদ্দিককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার জাহিদ বলেন, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আবু বক্কর সিদ্দিককে আটক করে থানায় আনা হয়েছে। এব্যপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

যাযাদি/ এম