সীতাকুণ্ডে  একটি কারখানায় দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত 

প্রকাশ | ১৩ এপ্রিল ২০২৫, ২১:৪৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

চট্টগ্রামের সীতাকুণ্ড কুমিরা  এলাকায় একটি রড তৈরি কারখানায় দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছে। 

রবিবার (১৩ এপ্রিল)  বেলা ১১টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির  এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় এ নিহতের ঘটনাটি ঘটে। 

নিহত শ্রমিকরা হলেন মিরসরাই উপজেলার  হাইতকান্দি ইউনিয়নের করুয়া  এলাকার মোঃ শামসুল হকের ছেলে মোঃ রিফাত (২৫) ও বাঁশবাড়িয়া এলাকার রোকনুজ্জামানের ছেলে মোঃ মোস্তফা (২৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন রবিবার সকালে কারখানায় অন্যান্য দিনের মতো কারখানায় কাজ করছিলেন শ্রমিক মোস্তফা ও রিফাত। এক পর্যায়ে লিফটের তার ছিঁড়ে উপর থেকে নিচে পড়ে গেলে এতে দুই শ্রমিক গুরুতর আহত হন। 

কারখানার শ্রমিক ও কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে নিয়ে গেলে দুপুরের মধ্যে শ্রমিক দুজনের মৃত্যু্ ঘটে।
 
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড সার্কেলের দায়িত্বরত পুলিশ সুপার লাবীব আব্দুল্লাহ।
তিনি বলেন ,সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান কুমিরা সুলতানা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় দুই শ্রমিক দুর্ঘটনায় নিহতের  বিষয়টি  আমাকে অবহিত করেছেন। 

লাশ ময়না তদন্ত শেষে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। 
যাযাদি/ এম