চান্দিনায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
প্রকাশ | ১৪ এপ্রিল ২০২৫, ১৩:২২

শুভ্রতা ছুঁয়ে থাকুক মননে, স্নিগ্ধ আলোয় জুড়িয়ে যাক দুচোখ প্রাণের সঞ্চার উদ্বেলিত হোক নতুন বছরে। পুরনো দুঃখ,গ্লানিকে ভুলে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে চান্দিনার সর্বস্থরের মানুষ।
চান্দিনা উপজেলা প্রশাসনের আয়োজনে শুভ নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়, বৈশাখী আনন্দ শোভাযাত্রাটি চান্দিনা শহরের বিভিন্ন গুরুপ্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়।
গানের সুরে সুরে নতুন বছরকে স্বাগত জানিয়েছে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে কবিতা আবৃত্তি এবং সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিয়েছেন অনেকেই।
এসময় উপস্থতি ছিলেন চান্দিনা উপজেলা নির্রবাহী অফিসার নাজিয়া হোসনে, উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) ফয়সাল আল নুর, চান্দিনা থানার অফিসার ইনচার্জ জাবেদ উল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান,উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ মোরশেদ আলম, উপজেলা পল্লী উন্নয়ন র্কমর্কতা মো. আবু জাফর, উপজেলা যুব উন্নয়ন র্কমর্কতা মো: ফরহাদ আলম খান, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা আনোয়ারুল আজিম, চান্দিনা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল চন্দ্র ভৌমিক,সহআরো অনকেইে।
যাযাদি/ এস