ধামইরহাটে নানা আয়োজনে বর্ষবরণ
প্রকাশ | ১৪ এপ্রিল ২০২৫, ১৪:৫১

নওগার ধামইরহাটে র্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটি জমকালো রালি উপজেলার প্রধান প্রধান সডক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের স্মৃতি সৌধের চত্বরে সমাপ্ত হয়।
এই রালিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তি যোদ্ধা, শিক্ষক,শিক্ষার্থী, সামাজিক সংগঠন, ও সাংবাদিক বৃন্দ অংশ গ্রহন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার (ভারপ্রাপ্ত) । তিনি বাংলা নববর্ষের ঐতিহ্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন। এ দিন জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে এক সাথে এগিয়ে আসতে হবে।
উপজেলা শিল্পকলা একাডেমি এর আয়োজনে স্মৃতিসৌধ চত্বরে বাংলা নববর্ষের এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার (ভারপ্রাপ্ত) ।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা তৌফিক আল জোবায়ের, ধামইরহাট থানার ওসি এম এ মালেক,পরিবার পরিকল্পনার কর্মকর্তা বেদারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, প্রকল্প বাস্তবায়ন কমকর্তা মনছুর আলী, প্রাথমিক শিক্ষা অফিসার্স রবিউল ইসলাম, শিশু বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্কামাম মাহমুদা, তথ্য কর্মকর্তা ইসতিকা আফরিন যুবউন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার,বীর মুক্তি যোদ্ধা মোকছেদ আলী, উপজেলা বিএনপির নেতা আলহাজ হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সহ বিএনপির অংগ সংগঠনের নেতৃবৃন্দ। পৌরসভার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক বৃন্দসহ শিক্ষার্থী বৃন্দ।
যাযাদি/ এমএস