কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মৎস্যজীবি দলের সভাপতি, হরিসভার সহ-সভাপতি ও দিলালপুর পূঁজা উৎযাপন পরিষদ, বাজিতপুর চেম্বার অব কমার্সের সদস্য সোমবার (১৪ এপ্রিল) দুপুর ১২ টায় হরিসভা প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দিলালপুর ইউনিয়নের উদাতিয়াকান্দি গ্রামের মৃত সাধু চরণ দাসের পুত্র মাছ ব্যবসায়ী সুশীল চন্দ্র দাস বলেন, গত ১৩ই এপ্রিল অনুমান রাত ৮টা ১৫ মিনিটে এলাকার রঞ্জিতের চায়ের দোকানের ভিতর তাকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাছির মিয়া, মাহবুব মিয়া, হেলাল মিয়া, পারভেজ মিয়া সহ ১০-১৫ জন অপহরণের চেষ্টা করেছে বলে অভিযোগ করেন।
তিনি বলেন, ঐ সময় একদল দূর্বৃত্তরা তাকে মারধর, ও তার কোমরে থাকা নগদ ১ লক্ষ টাকা, শার্টের পকেটে ৪৫ হাজার টাকা ও মাথায় পিস্তল ঠেকিয়ে জোর পূর্বক ভাবে স্ট্যাম্প এ সাক্ষর নিয়েছে বলে তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন। এসময় উপস্থিত ছিলেন, বাজিতপুর উপজেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক মস্তু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইন্দ্রজিৎ দাস, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য হরিপদ দাস নান্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন বণিক, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি সুমন সাহা রায় ও নিধন চন্দ্র দাস। একই সঙ্গে বাবু সুশীল চন্দ্র দাস বাজিতপুর থানায় ১৩ এপ্রিল রাতে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন। বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনামকে বার বার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।
যাযাদি/ এমএস