‘বিকাশ’ প্রতারনা, তিন ভাই আটক
প্রকাশ | ১৪ এপ্রিল ২০২৫, ১৮:৪৪

ফরিদপুরের সদরপুর উপজেলায় মুঠোফোন বিকাশে প্রতারনার দায়ে এ চক্রের সাথে জড়িত থাকা আপন তিন ভাই কে আটক করেছে সদরপুর থানা পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের পশ্চিম শ্যামপুর গ্রাম এলাকা থেকে সদরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের ওই গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে আটক করে বলে জানা গেছে।
আটককৃতরা হলেন, মোঃ রাজু শেখ (২৮), মোঃ রমজান শেখ ওরফে রঞ্জু (২২), মোঃ রিজু শেখ (৩৫)। তারা তিন জনই ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের মোটরা গ্রামের শেখ ইসলামের পুত্র।
এলাকাবাসীর দাবী, এই তিন ভাইয়ের চক্রের সাথে আরও অনেকে জড়িত রয়েছে। তার নিজ এলাকা ছেড়ে সদরপুরে এসে ভাড়া বাড়িতে থেকে এ কার্যক্রম চালায়। তারা নিজেদের বিকাশ কোম্পানির কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রাহকদের ফোন করে একাউন্ট ব্লক বা টাকা ফেরতের নামে গোপন তথ্য সংগ্রহ করে অর্থ আতœসাৎ করত।
এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোতালেব হোসেন খোকন বলেন, ”গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হই। তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন। তাদের সাথে জড়িত টিমের সদস্যদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
যাযাদি/ এমএস