বাবুগঞ্জে যুবদল নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন
প্রকাশ | ১৪ এপ্রিল ২০২৫, ১৮:৪৯

বরিশালের বাবুগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব এবায়দুল হকের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর বাস স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১ টায় এলাকাবাসীর ব্যানারে আয়োজিত ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সাধারণ মানুষ, রাজনৈতিক ব্যক্তিসহ ৫ শতাধিক লোক উপস্থিত হয়।
এসময় যুবদল নেতা এবায়দুল হকের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও মামলার বাদী মাদক ব্যবসায়ী জুয়েল কে গ্রেফতারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক রকিবুল হাসান খান রাকিব, জেলা যুবদলের সহ সভাপতি জাকির হোসেন ফকির, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান ইরান ইরান, উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিক আল আমিন, যুবদলের যুগ্ম আহবায়ক আসলাম হোসেন খোকন, লিমন হোসেন, মাহামুদুল হাসান রুমন, আমিনুল ইসলাম, রাজিব হোসেন খান, রিয়াজ শরিফ, দেহেরগতি ইউনিয়ন যুবদলের আহবায়ক বরকত বিশ্বাস,
উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফরিদ মৃধা,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, চাঁদপাশা ইউনিয়ন যুবদলের আহবায়ক সাহাজুল ইসলাম, সদস্য সচিব মাসুদ রাড়ী, ছাত্রদল নেতা রাকিব হাসান রুবেল, কামাল শিকদার, হারুন চৌধুরী, নান্টু রাড়ী, চাত্র নেতা তুহিন, নাইম, ছাইদুল, বাচ্চু মৃধা, জাহাঙ্গীর ঘরামী, প্রমুখ।
বক্তরা বলেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব এবায়দুল হক মাদক ব্যাবাসয়ী জুয়েলের বিষয়ে সোচ্চার ছিলেন। এলাকা থেকে ইয়াবা বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে জুয়েলের বাবা হত্যা সুলতান আহম্মেদ হত্যা মামলায় ফাঁসানো হয়েছে। মূলত সুলতান আহম্মেদ স্ট্রোক জনিত কারনে মৃত্যু বরন করে। আমরা উক্ত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানাই। অন্যথায় আমরা পরবর্তীতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ কর্মসূচি দেবো।
যাযাদি/ এমএস