মণিরামপুরে খেজুর গাছ থেকে পড়ে সন্যাসীর মৃত্যু

প্রকাশ | ১৪ এপ্রিল ২০২৫, ১৯:২৮

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রতীকী ছবি

যশোরের মণিরামপুরে খেজুর গাছ থেকে পড়ে দেবু দাস (৪০) নামের এক সন্যাসীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিকাল ৪টার দিকে পৌরসভাধীন তাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেবু দাস এ গ্রামের অজিত দাসের ছেলে। 

পারিবারিক সুত্র জানায়, সনাতন ধর্মাবলম্বী চৈতালি পূজায় বিকাল ৪টার দিকে সন্যাসী হিসেবে বাড়ির সামনে খেজুর গাছে ওঠে। এক পর্যায়ে প্রায় ৪০ ফুট উচু গাছের মাথা থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও স্থানীয় সাবেক কাউন্সিলর মফিজুর রহমান মফিজ সহ এলাকার লোকজন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

যাযাদি/ এমএস