আমতলীতে নানা আয়োজনে বর্ষবরণ
প্রকাশ | ১৪ এপ্রিল ২০২৫, ১৯:৩৩

আমতলীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে পয়লা বৈশাখ ১৪৩২ উদযাতি হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আমতলী উপজেলা বিভিন্ন কর্মসূচী গ্রহন করে। সকাল ৮টায় উপজেলা পরিষদের সামনে বর্ষবরন উপলক্ষে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় জাতীয় সংগীত ও বৈশাখের গান পরিবেশন করা হয়। সকাল সাড়ে ৮টায় এক বর্নঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।
সকাল ৯টায় পৌরসভার আয়োজনে হল রুমে পান্তা খাওয়ার আয়োজন করা হয়। বিকেলে আমতলী সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হয় গ্রামীন খেলা হা-ডু-ডু, কাবাডি ও মোরগ যুদ্ধ অনুষ্ঠিত হয়।
যাযাদি/ এমএস