মাধবপুরে দুই যুবকের লাশ উদ্ধার
প্রকাশ | ১৫ এপ্রিল ২০২৫, ১৫:৫৭

মাধবপুর উপজেলার পৃথক দু’টি এলাকা থেকে দু’টি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
থানার ওসি তদন্ত কবির হোসেন জানান মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে মাধবপুর উপজেলার ছাতিয়াইন-শিমুলঘর সড়কের মাঝামাঝি এলাকায় সড়কের পাশে একটি অজ্ঞাত (৩০) পুরুষের লাশ দেখতে পেয়ে জনতা থানায় খবর দেয়। খবর পেয়ে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। অপর দিকে সকাল ১১টার দিকে মাধবপুর পৌর শহরের শ্যামলী আবাসিক এলাকায় হেলাল মিয়া (৩০) নামে একটি ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
সে নাসিরনগর উপজেলার রোস্তমপুর গ্রামের শিরু মিয়ার ছেলে। সে এবং তার ভাই মাধবপুর বাজারে ওয়াকশপের ব্যবসা করতেন। এবং ওই বাসায় তারা ভাড়াটিয়া হিসাবে বসবাস করতেন।
থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন জানান জানান খবর পেয়ে দু’টি স্থানই পরিদর্শন করা হয়েছে। এবং লাশগুলো ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যাযাদি/ এমএস