ডোমারে কৃষি মেলার উদ্বোধন

প্রকাশ | ১৫ এপ্রিল ২০২৫, ১৬:৪৬

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নীলফামারীর ডোমারে তিন দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ৩টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে "কন্দাল ফসল উন্নয়ন" প্রকল্পের আওতায় আয়োজিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাজিয়া সুলতানার সঞ্চালনায়  উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরহাদুল হক ও জামায়াতে ইসলামী বাংলাদেশ ডোমার শাখার সাবেক সেক্রেটারী আব্দুল হক। 

উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম মধু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল প্রমূখ। মেলায় ১২টি স্টল স্থান পায়। 

যাযাদি/ এমএস