চরভদ্রাসনে পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি
প্রকাশ | ১৫ এপ্রিল ২০২৫, ১৮:৪৭

ফরিদপুরের সদরপুর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাদের খার গ্রামে পানিতে ডুবে তাফসান (৬) ও লামিম (১৪) নামে চাচাতো ভাইবোনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল তিনটার দিকে এ ঘটানা ঘটে । উভয়কে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করেন।
আফসান ওই গ্রামের বাসিন্দা মুকুল ফকিরের ছোট ছেলে এবং লামিম একই গ্রামের জামাল ফকিরের মেঝ মেয়ে। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন। লামিম লোহারটেক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল।
এলাকাবাসী ও উভয়ের পারিবারিক সূত্রে জানা যায় দুপুর একটার দিকে তাদের বাড়ী হতে তিনশত মিটার দূরে নতুন এক পুকুরের গোসল করতে যায় তারা দুজন। তাদের কেউই সাঁতার জনতো না। বিকেল তিনটার দিকে এক ব্যক্তি গোসল করতে গেলে তার পায়ে লাশের অনুভব পেয়ে তিনি ভয়ে উঠে যান এবং এলাকাবাসীদের জানান। এদিকে তাফসানের মা এ খবর পেয়ে পুকুর পাড়ে এসে ছেলের পোশাক দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তার ছেলের মরদেহ উদ্ধার করেন। পরে লামিমের মরদেহও উদ্ধার করা হয়। এরপর তাদের উভয়কে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কাজী বোরহানুল হক তাদের মৃত বলে ঘোষনা করেন।
বিষ্ণুপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
যাযাদি/ এমএস