কালিয়াকৈরে পুকুরে ভাসছিল নোহা গাড়ি

প্রকাশ | ১৫ এপ্রিল ২০২৫, ২১:৪৫

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

গাজীপুরের কালিয়াকৈরে আশিক নগর এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় নোহা গাড়ি উদ্ধার করেছে থানা পুলিশ। তবে গাড়িটি  কি ভাবে পুকুরের পানিতে গেল সে রহস্য উদঘাটন করতে পারিনি পুলিশ। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার নাওলা এলাকার আশিক নগর পার্কের পাশে একটি পুকুরে ভাসছিল 
চকলেট কালারের নোহা গাড়ি। রোববার ভোরে ওই পুকুরে গাড়িটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ এলাকাবাসীর দুপুরে ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ওই গাড়িটি 
উদ্ধার করে। 

ওই গাড়ির ভিতরে কোনো কিছু পাওয়া যায়নি। স্থানীয় লোকজন জানিয়েছেন, বলিয়াদি-চন্দ্রা ও বলিয়াদি-বাড়ইপাড়া 
দুটি সড়কে প্রায় প্রতিনিয়ত ডাকাতিসহ ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

গত শনিবার দিবাগত রাতেও বলিয়াদি-চন্দ্রা সড়কে দুটি 
অটোরিকশা আটকে চালকদের হাত-পা বেঁধে ফেলে রাখে। পরে চালকদের কাছ থেকে টাকা-পয়সা ও অটোরিকশা লুটে নেয় ডাকাত দল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ওই নোহা গাড়িটি নিয়ে ওই এলাকায় ডাকাতি করতে আসছিল ডাকাত দল।

এদিকে উদ্ধার হওয়া গাড়িটির ভিতরে কোন কিছু পাওয়া না যাওয়ায় বিষয়টি রহস্যময় হয়ে পড়ে। 

এব্যাপারে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল হক জানান, খবর পেয়ে ওই গাড়িটি উদ্ধার করা হলেও ভিতরে কিছু পাওয়া যায়নি। তবে ওই গাড়ির মালিককে খোঁজে বের করা গেলে এর রহস্য উদঘাটন করা সম্ভব হবে। 


যাযাদি/ এমএস