ধনবাড়ীতে বৈশাখী মেলায় পুলিশের ধাওয়ায় জুয়া আসর পণ্ড

প্রকাশ | ১৬ এপ্রিল ২০২৫, ১২:১২

টাঙ্গাইল প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

টাঙ্গাইলের ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে(মেলার মাঠ) শুরু হয়েছে জাঁকজমকপূর্ণভাবে ঐতিহ্যবাহী গ্রামীণ  মেলা। 

অন্যদিকে, উপজেলার বীরতারা ইউনিয়নের কেন্দুয়া ও রাজার হাটে মেলার নামে প্রকাশ্যে টানা কয়েকদিন ধরে চলছে মেলার মাঠে কেন্দ্রে অর্ধলঙ্গ হয়ে অশ্লীল অঙ্গ ভঙ্গিতে ‘অশ্লীল নৃত্য’ আর বিকট শব্দের গান। 

এসব অশ্লীল নৃত্য দেখে বিপথগামী হচ্ছে শিক্ষার্থী, যুবক ও উঠতি বয়সের ছেলেরা। অশ্লালীন কর্মকা- দ্রæত বন্ধের দাবি জানিয়েছে সচেতন মহল। 

স্থানীয় প্রশাসন ও নেতাকর্মীদের মেনেজ করেই এ কর্মকান্ড হচ্ছে স্থানীয়দের এই অভিযোগ।

মেলায় সাংস্কৃতির নামে চলে অশ্লীল এই নৃত্য। নৃত্যের জন্য আনা হয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে উঠতি বয়সী তরুনী পতিতা। সন্ধ্যা থেকে শুরু হয় নৃত্য ও জুয়ার আসর চলে পুরো রাতজুড়ে। 

দর্শনার্থীর তালিকার বড় একটি জায়গায় রয়েছে স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থী ও বিভিন্ন বয়সী যুবকেরা। 

মেলায় দোকান নিয়ে আসা আলম হোসেন,আবুল হোসেন, আফসার আলী ও মারফত আলী বলেন, ‘ধনবাড়ীর রাজার হাট বাজারের এই মেলার ঐতিহ্য হারিয়ে গেছে। আশপাশের জেলার বিভিন্ন এলাকা থেকে আগে দোকানীরা আসতো সামগ্রী নিয়ে। এখন আসে না। 

মেলায় দোকান বসালেই ২ থেকে ৪ হাজার টাকা, জায়গা যেমন ঝুড়ি’র  দোকানে বেশী জায়গা নিলে ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত চাঁদা নেয় কমিটির লোকেরা। 

এই টাকা তো সরকারের ঘরে জমা হয় না। মেলার নামে চলছে এখন অশ্লীল নৃত্য ও জুয়ার আসর। 

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লা বলেন, ‘ রাজার হাটের মেলায় জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদেও ভিত্তিতে পুলিশ পাঠানো হলে মেলায় পুলিশ গিয়ে ধাওয়া দিলে জুয়ারো রা জুয়ার বোর্ড ও তার কিছু সরঞ্জাম রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে  এস আই ইকবাল হোসেন সেই আসর থেকে সেই সব আলামত উদ্ধার করে। 

এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শাহীন মাহমুদ বলেন, ‘ উপজেলার বীরতারা ইউনিয়নের রাজার হাটে মেলায় জুয়ার আসর ও অশ্লীল নৃত্য হচ্ছে এমন সংবাদ পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়। পুলিশের ধাওয়ায় জুয়ার আসর পণ্ড হয়ে যায়। এগুলো বন্ধে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

যাযাদি/ এস