ভূঞাপুরে আধিপত্য বিস্তার থেকে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫
প্রকাশ | ১৬ এপ্রিল ২০২৫, ১৬:৪৩

টাঙ্গাইলের ভূঞাপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় দ্বিমুখী সংঘর্ষ থেকে ত্রিমুখী সংঘর্ষে আহত হয়েছে প্রায় ১৫ জন। আহতরা স্কুল, কলেজের ছাত্র ও হাসপাতালের কর্মচারী।
ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ এবং ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মঙ্গলবার (১৫ এপ্রিল ) দফায় দফায় সংঘর্ষ হয়, তার জেরে বুধবার (১৬) আবারও দাওয়া পাল্টা দাওয়া হয়, উভয় পক্ষে বেশ ক'জন আহত হয়েছে। এছাড়া ছাত্র ও হাসপাতালের কর্মচারীদের মধ্যে সংঘর্ষ হলে ১০ কর্মচারী আহত হয়।
ইবরাহীম খাঁ সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র হৃদয় (১৮) এবং হাসপাতাল কর্মচারী সৈকত ও আবদুল বাছেদ গুরুতর আহত আহত হয় ।
হৃদয় তার সহযোগীদের নিয়ে হাসপাতালে চিকিৎসা সেবার সার্টিফিকেট নিতে গেলে ডাক্তার পরে দেয়ার কথা জানালে ছাত্ররা ডাক্তার ও কর্মচারীর ওপর চড়াও হলে হাসপাতালের কর্মচারী সৈকতসহ প্রায় ১০ ব্যক্তি আহত হয়
সৈকত হাসপাতালে চিকিৎসাধীন।
বর্তমানে জরুরী বি়ভাগ ছাড়া চিকিৎসা সেবা বন্ধ রয়েছে।
এঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা পপি খাতুন, থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম ও সেনাবাহিনীর কর্মকর্তা হাসপাতাল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
যাযাদি/ এমএস