মধ্যপাড়া পাথর খনিতে শ্রমিকের মৃত্যু
প্রকাশ | ১৬ এপ্রিল ২০২৫, ১৭:২৭

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে ভূ-গর্ভের দুর্ঘটনার শিকার হয়ে সোহাগ বাবুল (৪৩) নামে এক খনি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় খনির ভূ-গর্ভে পাথর উত্তোলনের সময় পাথরের আঘাতে তার মৃত্যু হয়।
নিহত খনি শ্রমিক সোহাগ বাবুল রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা বড়বালা ইউনিয়নের ঘিললাই মালতলা গ্রামের রফিক উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাইনিং মহাব্যবস্থাপক আবু তালহা ফরাজি।
খনি সুত্রে জানাগেছে সকালের শিপ্টে ভূ-গর্ভে পাথর উত্তোলনের সময় হঠাৎ সে পড়ে গিয়ে পাথরের সাথে তার মাথায় আঘাত পায়, এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে মধ্যপাড়া গ্রানাইড মানিং লিঃ এর মহাব্যবস্থাপক (মাইনিং) আবু তালহা ফরাজি ঘটনা নিশ্চিত করে বলেন নিহত খনি শ্রমিক সোহাগ বাবু খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসির অধিনে কর্মরত ছিল। ঠিকাদারী প্রতিষ্ঠানের নিয়মানুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
যাযাদি/ এমএস