আজমিরীগঞ্জে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
প্রকাশ | ১৬ এপ্রিল ২০২৫, ১৮:৫৯

আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশায় গুরালিবন নামক হাওরে ধানকাটার সময় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের বাড়ী চাপাইনবাবগঞ্জ জেলায়।
বুধবার (১৬ এপ্রিল) বিকাল ৩টার দিকে উপজেলার শিবপাশা হাওরে ধান কাটার সময় এদূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পার্বতীপুর ইউপি'র মোঃ ফাদু মন্ডল মিয়ার পুত্র মোঃ মনিরুল ইসলাম (৪১) ও মোঃ কাসিম মিয়ার পুত্র আব্দুল্লাহিল কাফি (২১)। তারা দুজন সর্ম্পকে চাচা ভাতিজা।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি ধান কাটার মৌসুমে দেশের বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা আসেন এই জেলায়। শিবপাসা ইউনিয়নের নোয়াহাঠি গ্রামের বাসিন্ধা মোবারুল মিয়ার অধীনে তাঁর বোরো জমির ধান কাটার জন্য ১৩ জনের একটি শ্রমিকের দল চাঁপাইনবাবগঞ্জ আসে। বুধবার শ্রমিকের একদল আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গুরালিবন হাওরে ধান কাটছিলেন। বিকাল ৩টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই ২জন মারা যান। এঘটনায় আরও দুইজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাইদুল হাসান। তিনি জানান- মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনী প্রক্রিয়া চলছে।
যাযাদি/ এমএস