তজুমুদ্দিনে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প

প্রকাশ | ১৬ এপ্রিল ২০২৫, ২১:৪৩

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ভোলার তজুমুদ্দিনে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড। বুধবার (১৬ এপ্রিল)রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ১৬ এপ্রিল ২০২৫ তারিখ বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার তজুমদ্দিন উপজেলাধীন দালালকান্দি এলাকায় বিসিজি আউটপোস্ট তজুমদ্দিন এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। মেডিকেল ক্যাম্পেইনে ৩৬০ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। উক্ত কর্মকান্ডের নেতৃত্ব দিয়েছেন সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মতিউর রহমান, (এমপিএইচ, এএমসি) এবং  মেডিক্যাল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার জেসমিন আক্তার, এএমসি। 

এছাড়াও জলবসন্ত রোগ প্রতিরোধ, অবৈধ মৎস্য আহরন, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তার বিষয়ে স্থানীয় মৎস্যজীবিদের উদ্দেশ্যে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরণের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

যাযাদি/ এমএস