যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি বিপ্লব গ্রেপ্তার

প্রকাশ | ১৭ এপ্রিল ২০২৫, ১৪:৫৫

খুলনা অ‌ফিস
ছবি: যায়যায়দিন

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি বিপ্লব হোসেনকে যশোর হতে গ্রেফতার করেছে র‌্যাব-৬।  

বুধবার (১৬ এপ্রিল) রাতে  র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামি মোঃ বিপ্লব হোসেন  বাবু (৪৩) যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন কাজীপাড়া এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ১৬ এপ্রিল  উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ বাবু বিপ্লব হোসেন  বাবু (৪৩), পিতা-মোঃ ফারুক হোসেন  শিরু, সাং-পুলিশ লাইন কদমতলা, থানা- কোতয়ালী, জেলা- যশোরকে গ্রেফতার করে।
  
আসামি মোঃ বিপ্লব হোসেন  বাবু যশোর জেলাসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছিল। ২০১৭ সালে আসামি মাদক ব্যবসা পরিচালনাকালে ১২৫ গ্রাম হেরোইনসহ আটক হয় এবং তার বিরুদ্ধে মামলা রুজু হয়। বর্ণিত আসামি উক্ত মামলায় ১১ মাস জেল হাজতে থাকার পর জামিনে মুক্তি পেয়ে পলাতক থাকে। মামলার বিচারকার্য় শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামি মোঃ বিপ্লব হোসেন বাবু (৪৩)কে যাবজ্জীবন সাজা প্রদান করেন। আসামি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে র্দীঘদিন দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে সিপিসি-৩, র‌্যাব-৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত আসামির অবস্থান নিশ্চিত করে আসামিকে গ্রেফতার করে। এছাড়াও উক্ত আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা ও একটি মারামারির মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যাযাদি/ এসএম