পীরগঞ্জে গণহত্যা দিবস পালিত
প্রকাশ | ১৭ এপ্রিল ২০২৫, ১৫:৪২ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫, ১৫:৪৩

১৭ এপ্রিল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ গনহত্যা দিবস। ১৯৭১ এর এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনী পীরগঞ্জে প্রথম প্রবেশ করে মুক্তিযুদ্ধের সংগঠক ডাঃ সুজাউদ্দীন, অধ্যাপক গোলাম মোস্তফা, আব্দুল জব্বার, আতিউর রহমান, মোজাফ্ফর হোসেন সহ ৭ জনকে ধরে নিয়ে গিয়ে ভাতারমারি ফার্মে ব্যনয়েট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। স্বাধীনতার পর থেকে দিনটি পীরগঞ্জ গনহত্যা দিবস হিসেবে পালন হয়ে আসছে।
দিবসটি উপলক্ষে বৃস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার তেতুলতলায় “অমর আলো” শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান, ইউএনও রকিবুল হাসান, পীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ শহিদ সন্তান প্রফেসর বদরুল হুদা, বীরমুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল প্রমূখ।
এ সময় উপজেলা বিএনপির ভাপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, ইউপি চেয়ারম্যান শহিদ হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
যাযাদি/ এসএম