দামুড়হুদায় অতিরিক্ত বিভাগীয় কমিশনরের গো গ্রীন সেন্টার পরিদর্শন
প্রকাশ | ১৭ এপ্রিল ২০২৫, ১৬:২৪

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কোষাঘাটায় অবস্থিত ওয়েভ ফাউন্ডেশনের গো গ্রীন সেন্টার পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মো হুসাইন শওকত।
আজ বৃহস্পতিবার (১৭এপ্রিল) দুপুর ১২টার দিকে তিনি দামুড়হুদা উপজেলার কোষাঘাটাস্থ ওয়েভ ফাউন্ডেশনের গো গ্রীন সেন্টার পরিদর্শন করেন। এরপর ওয়েভ ফাউন্ডেশনের মিটিং রুমে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওয়েভ ফাউন্ডেশনের পরিচালক মো জহির রায়হান।
ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী মো কামরুজ্জামান যুদ্ধর প্রাণবন্ত সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মো হুসাইন শওকত, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথী মিত্র, উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এইচ তাসফিকুর রহমান। মতবিনিময় সভার শুরুতেই স্বাগত বক্তব্য ওয়েভ ফাউন্ডেশনের সহকারী পরিচালক কিতাব আলীও পরিচালক ইফতেখার হোসেন।
প্রজেক্টটরের মাধ্যমে ওয়েভ ফাউন্ডেশনের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা উপস্থাপনা করেন উপদেষ্টা আব্দুস শুকুর । ওয়েভ ফাউন্ডেশনের গো গ্রীন সেন্টারের দুম্বা, ছাগল প্রজনন খামার, ও বীজের কোন্ড স্টোরেজ পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
যাযাদি/ এমএস