পরীক্ষার হলে নকল দিতে গিয়ে ধরা যুবক
প্রকাশ | ১৭ এপ্রিল ২০২৫, ১৮:০৯

কুমিল্লা মুরাদনগর, অধ্যাপক আব্দুল মজিদ কলেজে এসএসসি পরীক্ষা ভেন্যু তে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে বাহির থেকে নকল সরবরাহকালে তারেক নামের এক ব্যাক্তি কে আটক করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাকিব হাছান খাঁন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার সময় মুরাদনগর অধ্যাপক আব্দুল মজিদ কলেজে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
এসময় তারেকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী তাকে ২০০/- (দুইশত) টাকা অর্থদণ্ড এবং ০৭(সাত) দিনের কারাদন্ড প্রদান করা হয়।
এ সময় শাকিব হাসান খান বলেন, এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
পাশাপাশি আশেপাশের সকলকে পরীক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য কঠোর সতর্ক করেন তিনি।
উক্ত মোবাইল কোর্ট মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাকিব হাছান খাঁন এর নেতৃত্বে পরিচালিত হয়।
যাযাদি/ এমএস