রামগ‌ড়ে সা‌লি‌সি বৈঠ‌কে মারামা‌রিতে নিহত ১ 

প্রকাশ | ১৮ এপ্রিল ২০২৫, ১৬:৫২

রামগড় (খাগড়াছ‌ড়ি) প্র‌তি‌নি‌ধি
ছবি: সংগৃহীত

খাগড়াছ‌ড়ি জেলার রামগ‌ড় উপ‌জেলায় গরুকে ঘাস খাওয়া‌নোকে কেন্দ্র ক‌রে ‌দুপ‌ক্ষের ম‌ধ্যে বি‌রোধ মেটা‌তে সামা‌জিক সা‌লিসি বৈঠ‌কের শেষ পর্যা‌য়ে মারামা‌রি‌তে আবুল কালাম (৫৫) না‌মে একজন নিহত হন।‌ তি‌নি পেশায় কাঠ‌মি‌স্ত্রি। আহত হ‌য়ে‌ছে উভয়প‌ক্ষের আ‌রো প্রায় সাতজন।

বৃহস্প‌তিবার (১৭ এ‌প্রিল) রা‌তে পৌরসভার ৬ নং ওয়া‌র্ডে এ ঘটনা ঘ‌টে। আহতরা হ‌লেন, শাহাদাত হোসেন, তার অপর দুই ভাই মো. শাহীন আলম ও শেফায়েত উল্লাহ, নুরুল আলম আরিফ, তার ভাই আফসার, মা আমেনা বেগম এবং স্থানীয় বাসিন্দা নুরুল আলম খোকন।

স্থানীয়রা ও পু‌লিশ জানায়, তৈচালাপাড়ার বাসিন্দা সাদ্দাম হোসেন ও মর্তুজা আলমের সাথে বিরোধপূর্ণ জমিতে গরু চড়ানো নিয়ে ঝগড়াঝাটি হয়। প‌রে বৃহষ্পতিবার রাত ৮টার দিকে এ বি‌রোধ মেটা‌তে ওয়ার্ড বিএনপির অফিসে দুই পক্ষের উপস্থিতিতে সামাজিক সালিস বৈঠক ব‌সে।

বৈঠকের শেষ পর্যায়ে ঐ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রহিমুল্লাহর ছেলে নুরুল আলম আরিফের দেয়া বক্তব্য নিয়ে সাদ্দাম হোসেনের ভাই শেফায়েতের তর্ক‌বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তারা হাতাহাতি-মারামারিতে লিপ্ত হন। পরে ঐ দুইপক্ষ তৈচালাপাড়া দোকানের সামনে পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আবুল কালাম আজাদ, সাদ্দমের ভাই শাহীন, শাহাদাৎ, শেফায়েত, রহিম উল্লাহর ছেলে আরিফ, আফসার, স্ত্রী আমেনা বেগম ও স্থানীয় বাসিন্দা নুরুল আলম খোকন আহত হন। আহতদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। প‌রে আবুল কালাম, শাহাদাতসহ তিনজনকে জরুরি চিকিৎসার জন্য রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে আবুল কালম মারা যান।

রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন সাংবা‌দিক‌দের বলেন,খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহত আবুল কালামের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

যাযাদি/ এসএম