ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে টঙ্গীবাড়ীতে বিক্ষোভ সমাবেশ

প্রকাশ | ১৮ এপ্রিল ২০২৫, ১৮:৩৫

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও ভারতের মুসলমানদের ওপর উগ্র হিন্দুত্ববাদীদের আগ্রাসনের প্রতিবাদে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিক্ষোভ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

টঙ্গীবাড়ীর সর্বস্তরের মুসলিম উম্মাহর আয়োজনে শুক্রবার বাদ জুমআ বেশনাল চৌরাস্তায় এ বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান নোমানী  মুহতামিম ও শাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মিতারা কামারখাড়া, হযরত মাওলানা মুফতী ইসমাইল সাহেব শাইখুল হাদিস জামিয়া মাহমুদিয়া সেরাজাবাদ মাদরাসা, মুফতি ইমদাদুল হক আরেফী ইমাম ও খতিব দিঘীরপাড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, হযরত মাওলানা আমিনুল ইসলাম মুহতামিম বেশনাল মদিনাতুল উলুম মাদ্রাসা, হযরত মাওলানা আতিকুল্লাহ সাহেব ইমাম ও খতিব বাঘিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব ইমাম ও খতিব কামারখারা কেন্দ্রীয় জামে মসজিদ এছাড়াও টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগণ ও অত্র অঞ্চলের সামাজিক সংগঠন ও সেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম