বাজিতপুরে ইসরাইলের পণ্য নিষিদ্ধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল
প্রকাশ | ১৮ এপ্রিল ২০২৫, ১৮:৩৯

কিশোরগঞ্জের বাজিতপুর বাজার বাঁশমহল প্রাঙ্গণে (১৮ এপ্রিল) শুক্রবার বিকাল ৫টায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির আহবায়ক, জেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল এর নেতৃত্বে আজ শুক্রবার বিকাল ৫টায় বাজিতপুর বাজার বাঁশমহল এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশ বক্তারা বলেন, ইসরাইলের পণ্য ব্যবহার নিষিদ্ধের এবং ইসরাইলিরা নৃশংসভাবে ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদ জানান ।
এসময় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহবায়ক আবুল ফজল হোসেন, বাজিতপুর সরকারি কলেজের অধ্যক্ষ তফাজ্জল হোসেন বাদল। তাছাড়াও উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
যাযাদি/ এসএম