মতলব উত্তরে নকল সরবরাহের সময় দেশীয় অস্ত্রসহ আটক ১
প্রকাশ | ১৯ এপ্রিল ২০২৫, ১০:২০

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্র অসদুপায় অবলম্বন করে নকল সরবরাহের সময় দেশীয় অস্ত্রসহ মো. মেহেদী হাসান নামে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নিশ্চিন্তপুর হাই স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত এসএসসি চুড়ান্ত পরীক্ষা ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালীন ১১টা ৪০ মিনিটে সময় নিশ্চিন্তপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১৭) নকল দেওয়ার জন্য দেওয়াল টপকিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা ও মতলব উত্তর থানা পুলিশ তাকে আটক করেন এবং মো. মেহেদী হাসানের দেহ তল্লাশী করে নকলসহ একটি বিদেশী ধাড়ালো চাকু উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।
এ ঘটনায় নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্রের কেন্দ্র সচিব মে. আরিফ উল্ল্যা মতলব উত্তর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা জানান, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্র নকল সরবরাহের সময় মো. মেহেদী হাসানকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, এ ঘটনায় নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্রের কেন্দ্র সচিব মে. আরিফ উল্ল্যা মতলব উত্তর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন।আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
যাযাদি/ এসএম