মুরাদনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন 

প্রকাশ | ১৯ এপ্রিল ২০২৫, ১২:১৮

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কুমিল্লার মুরাদনগর উপজেলার বোরারচর এলাকার ভূমিদস্যু এবং গডফাদার ইউপি সদস্য নূর মুহাম্মদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। নিরীহ কৃষকদের জমির মাটি কেটে নেওয়া, অবৈধ দখল, নিরীহ মানুষকে মামলা হামলায় হয়রানির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। 

শনিবার সকালে বোড়ারচর বাজারে ওই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। এ সময় সন্ত্রাসী, অপহরণ, ভাঙচুরসহ ১১ মামলার আসামি ফ্যাসিস্ট ওই ইউপি সদস্যকে অবিলম্বে গ্রেফতার দাবি করা হয়। 

এ সময় বক্তব্য রাখেন স্থানীয় আলম মোল্লা, মো: ফারুক ভূইয়া, ইকবাল হোসেন, আবু সায়েম সরকার, সালাম মেম্বার, গোলাম মোস্তফা, রবিউল্লাহ, জয়নাল আবেদিন। 

এ সময় বক্তারা বলেন, গত ১৬ বছর যাবত আওয়ামী লীগের ক্ষমতার প্রভাবে ইউপি সদস্য নুর মোহাম্মদ এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিলেন। ফ্যাসিবাদের পতন হলেও এখনো বহাল তবিয়্যতে ওই ইউপি সদস্য।  সে একটা মাটি খেকো, অবৈধ ভূমি দখলকারী, চাঁদাবাজি, সন্ত্রাসী, সহ নানা অপকর্মে জড়িত নূর মোহাম্মদ মেম্বার, তার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, তার নামে আদালত ও থানায় ১১টি মামলা রয়েছে। এসময় বক্তারা তাকে বিচার ও আইনে আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য নুর মোহাম্মদ বলেন, এলাকায় আমার প্রতিপক্ষ আছে। তারাই আমার বিরুদ্ধে মামলা এবং মিছিল মানববন্ধন করেছে। আমি এসবের সঙ্গে সম্পৃক্ত নই।

যাযাদি/ এসএম