র্দীঘ ১৯ বছর পর বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
প্রকাশ | ১৯ এপ্রিল ২০২৫, ১৮:৪৭

দীর্ঘ ১৯ বছর পর পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল শনিবার দুপুরে বোদা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিন হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জেলা বিএনপির আহবায়ক মোঃ জাহিরুল ইসলাম কাচ্চু।
সম্মেলন উদ্বোধনের আগে বোদা উপজেলা বিএনপির ১০টি ইউনিয়ন ও ১ পৌরসভার নেতা কর্মীরা আনন্দ শোভাযাত্রা নিয়ে সম্মেলন স্থলে উপস্থিত হয়। উদ্বোধন শেষে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকেরা বেনপার্টি সাথে ঢাক ঢোল নিয়ে নাচে-গানে আনন্দ শোভাযাত্রা অংশ নেয়। শোভাযাত্রাটি সম্মেলন স্থল হতে বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন স্থলে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা বিএনপির আহŸায়ক আফাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুল্লাহ আসাদের সঞ্চালনায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, বোদা পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিল রোজা ফেরদৌস চিম্ময়, উপজেলা ১০টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দরা। এদিকে বক্তারা দলীয় কার্যক্রমকে আরো গতিশীল করতে প্রথম অধিবেশনে তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন বিকেল হতে সন্ধা পর্র্যন্ত চলবে।
দ্বিতীয় অধিবেশনে ৭১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে উপজেলা বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে কোন প্রতিন্দন্দী প্রাথী না থাকায় আসাদুল্লাহ আসাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। সভাপতি পদে দুই জন প্রার্থী ও সাংগঠনিক পদে ৫ জন প্রার্থী প্রতিন্দ›দ্বীতা করেছেন। সম্মেলনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এ্যাডঃ খলিলুর রহমান খলিল, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এ্যাড জাকির হোসেন। দ্বিতীয় অধিবেশন শেষে সম্মেলন স্থলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উল্লেখ যে, ২০০৬ সালে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। নানা প্রতিক‚ল পরিস্থিতি মোকাবিলা করে ব্যাপক উৎসাহ উদ্দীনার মধ্যে দিয়ে পর দীর্ঘ ১৯ বছর পর বোদা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন ঘিরে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।
যাযাদি/ এমএস