কটিয়াদীতে অনুমোদনহীন বানিজ্য মেলা পণ্ড
প্রকাশ | ১৯ এপ্রিল ২০২৫, ২০:৫৫

কিশোরগঞ্জের কটিয়াদী কলেজ মাঠে প্রশাসনের অনুমোদন বিহীন মাসব্যাপী আয়োজিত বানিজ্য মেলা অঘোষিত ভাবে পহেলা বৈশাখ সোমবার শুরু হয়। কিশোরগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম শনিবার দুপুরে সরেজমিনে এসে মেলা বন্ধ করে দেন ।
কটিয়াদীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের পাশে বনিক সমিতি মাসব্যাপী এ মেলার আয়োজন করায় তা বন্ধ করার জন্য কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন , সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল , উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান বাদল, মিজানুর রহমান স্বপন, জসিম উদ্দিন মেনু, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক চাঁন মিয়াসহ শতাধিক নেতাকর্মী স্বাক্ষরিত একটি লিখিত আবেদন করেন।
এ ছাড়াও ইসলামী ছাত্রশিবির ও জাতীয় নাগরিক কমিটি পৃথকভাবে লিখিত আবেদন করেন। এসব আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মেলার যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। জেলা প্রশাসকের আদেশকে উপেক্ষা করে পহেলা বৈশাখ সোমবার থেকে মেলা চালু হলে শনিবার সকালে কটিয়াদী পৌর বিএনপির কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান বাদল, জসিম উদ্দিন মেনু প্রমুখ।
যাযাদি/ এমএস