আব্দুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল ৩৫তম ব্যাচের নবীন বরণ ও ওরিয়েন্টেশন
প্রকাশ | ২০ এপ্রিল ২০২৫, ১১:৪৯

আব্দুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল এর ৩৫তম ব্যাচের নবীন বরণ ও ওরিয়েন্টেশন বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতি ভবনে স্কুলের অধ্যক্ষ রামেন্দু মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। ছয় মাস মেয়াদি কোর্সে এবার ২২ জন শিক্ষার্থী রয়েছেন। প্রতি শুক্র ও শনিবার বিকাল ৫টা থেকে ৮টা পর্যন্ত প্রতিদিন দুটি করে ক্লাস হবে।
১৯৯০ সালে নাট্য ব্যাক্তিত্ব রামেন্দু মজুমদারের উদ্যোগে বাংলাদেশে সুশিক্ষিত ও দক্ষ অভিনয় শিল্পী ও একটি উন্নত থিয়েটার পরিবেশ নির্মিতির লক্ষ্যে থিয়েটার স্কুল প্রতিষ্ঠিত হয়। স্কুলের অধ্যক্ষ ছিলেন জাতীয় অধ্যাপক কবির চৌধুরী, উপাধ্যক্ষ- নাট্যকার-অভিনেতা আব্দুল্লাহ আল-মামুন, পাঠক্রম সমন্বয়কারী- বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদার, সম্পাদক- রামেন্দু মজুমদার।
বরণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে আলোচনা করেন আবদুস সেলিম, শফি আহমেদ, ভাস্বর বন্দোপাধ্যায়, নাদেজদা ফারজানা মৌসুমি, আপন আহসান, সাইফুল আলম মিরন, টুটুল চৌধুরী ও প্রাক্তনীর আহ্বায়ক শেকানুল ইসলাম শাহী। ওরিয়েন্টেশন করান ফেরদৌসী মজুমদার। সাবেক শিক্ষার্থীদের সংগঠন আব্দুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল প্রাক্তনীর নবগঠিত কমিটির আহ্বায়ক শেকানুল ইসলাম শাহী, দায়িত্বপ্রাপ্ত সম্পাদকগন - ফখরুজ্জামান চৌধুরী, কাজী মাহমুদুল হক সেনা, জোয়ারদার সাইফ, শুভাশিষ দত্ত তন্ময়, বৈশাখী সমাদ্দার, তামান্না তিথি, গুলশান আরা মুন্নি, সঞ্চিতা শারমিন পিয়া, মেহেলি রোজ ও রূপশ্রী চক্রবর্তীকে পরিচয় করিয়ে দেয়া হয়।
বাচিক শিল্পী তামান্না তিথির চমৎকার গল্পপাঠ ও প্রাক্তনীর সদস্যদের আনন্দঘন উপস্থিতিতে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
যাযাদি/ এসএম