সড়কে গাছ ফেলে ডাকাতি, টাকা-সোনা ছাড়াও নিয়ে গেল শতাধিক কাদি কলা
প্রকাশ | ২০ এপ্রিল ২০২৫, ১৯:৪৬

ঝিনাইদহের কোটচাঁদপুর-সাফদারপুর সড়কের বেলে মাঠ নামক স্থানে গাছ ফেলে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা চলাচলরত বিভিন্ন ধরণের গাড়ী থাকিয়ে নগদ টাকা হাতিয়ে নেয়। ওই রাতেই ঘটনাস্থলে আশপাশের কলা বাগান থেকে শতাধিক কাঁদি কলা কেটে গাড়ী বোঝাই করে পালিয়ে গেছে ওই ডাকাত দল। রোববার (২৪ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া ।
সাবদারপুর গ্রামের কলা ব্যবসায়ী বাবু মিয়া জানান, যশোহরে কলা বিক্রি করে শনিবার (১৯ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ব্যবসায়ী গাফফারের কলা বিক্রি করে বাড়ী ফিরছিলেন গাড়ী চালক বিপ্লব। পথে মধ্যে ডাকাতরা খেজুরগাছ কেটে রাস্তায় ফেলে তাকে ধরে কলা বিক্রির ৩২ হাজার টাকা ছিনিয়ে নেয় । এ ছাড়াও মটরসাইকেল, মাইক্রোবাস ও ইঞ্জিন চালিত কয়েকটি আলমসাধু গতিরোধ করে ডাকাতরা। এর আগে ওই ডাকাতরা পাশের কলা বাগান মালিক আলামিন, জালাল উদ্দীন ও পিংকু সরদারের কলা বাগান থেকে শতাধীক কলার কাঁদি কেটে নেয় তারা। খবর পেয়ে সাবদারপুর পুলিশ ফাঁড়ি সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে । তার আগেই ডাকাতরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
এ বিষয়ে কলা বাগান মালিক আলামিন ও জালাল উদ্দীন অভিন্ন বক্তব্যে বলেন, রাতে আমাদের কয়েক জনের বাগান থেকে শতাধিক কলার কাঁদি কেটে নিয়ে গেছে। এ বিষয়ে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন- খেজুর গাছ কেটে রাস্তায় ফেলার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে ছিলাম। তবে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি।