কসবা নর্থইস্ট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সনদ প্রদান

প্রকাশ | ২১ এপ্রিল ২০২৫, ১০:৩৮

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ব্রাহ্মণবাড়িয়া কসবায় নর্থইস্ট কিন্ডারগার্টেন বৃত্তি এসোসিয়েশনের ২০২৪ সালের বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে সনদ ও বৃত্তির অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৪টায় কসবা বালক উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ বাছির মিয়া এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ভূঁইয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মামুনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা সহ আরো অনেকে। 

বক্তারা তাদের বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের প্রতি আরো যত্নবান হতে হবে এবং প্রযুক্তির অপব্যবহার থেকে তাদের রক্ষা করতে হবে। তারা ভবিষ্যৎ প্রজন্মকে মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ভূঁইয়া অনুরোধ করেন, প্রতিটি কিন্ডারগার্টেনের অন্তত একজন শিক্ষিকাকে যেন বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হয়—এ বিষয়ে তিনি প্রাথমিক শিক্ষা অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন।

অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন। অভিভাবকরাও উৎসাহ ও আগ্রহ নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সন্তানের অর্জনে আনন্দ প্রকাশ করেন।

যাযাদি/ এসএম