ঝিকরগাছা আ.লীগের সভাপতি ও নাভারণ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশ | ২১ এপ্রিল ২০২৫, ১০:৫৬

স্টাফ রিপোর্টার, যশোর
ছবি: যায়যায়দিন

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল এবং নাভারন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) বিকেলে তাদের আটকের পরে নাশকতা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের দুজনকে বিস্ফোরক আইনের নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান তিনি। 

ওসি বাবলুর রহমান খান জানান, আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুলকে হাজির আলী মোড় থেকে এবং নাভারন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজান আলীকে তার পেট্রোল পাম্পের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়। এদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।  

যাযাদি/ এসএম