মতলবে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ টোল আদায়কারীকে জরিমানা

প্রকাশ | ২১ এপ্রিল ২০২৫, ১২:০৭

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

যৌথ বাহিনী কর্তৃক চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অবৈধ টোল আদায়কারীর বিরুদ্ধে জরিমানা আদায় করা হয়েছে। 

রোববার (২০ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে চর বাইশপুর, মতলব দক্ষিণ এলাকায় বেসামরিক প্রশাসন, থানা পুলিশ মতলব দক্ষিণ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে অবৈধ টোল আদায়কারীদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো। তাতে আরো বলা হয়, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

যাযাদি/ এসএম