লক্ষ্মীপুরে ছাত্রদলের মানববন্ধন
প্রকাশ | ২১ এপ্রিল ২০২৫, ১৩:৩২

রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ মার্চ) বেলা ১২টার দিকে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাস প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধন থেকে পারভেজকে ছাত্রদল নেতা দাবি করে বক্তারা বলেন, পারভেজ ছাত্রদলের মেধাবী কর্মী। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে৷ আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক হাসিবুর রহমান অভি'র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সহ-সভাপতি আবদুল্লাহ আল খালেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জিদান চৌধুরী, প্রচার সম্পাদক জামাল হোসেন, দপ্তর সম্পাদক আকবর মুন্না প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম সাজ্জাদ হোসেন শুভ, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন রনি, আরএন রাজু, বাহাদুর হোসেন নোভেল, ইমতিয়াজ আহমেদ বাবু, বাংলা বিভাগের সভাপতি মতিউর আরিফ প্রমুখ।
যাযাদি/ এসএম