ঘোড়াঘাটে আ.লীগের ২ নেতা গ্রেপ্তার
প্রকাশ | ২১ এপ্রিল ২০২৫, ১৪:৪৫

দিনাজপুরের ঘোড়াঘাটে আওয়ামীলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- উপজেলার বুলাকীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরীয়ত হোসেন খোকন (৪০) ও সিংড়া ইউনিয়ন আওয়ামী লীগের ১ নং ওয়ার্ডের সভাপতি মাহাবুবুর রহমান মাবু ( ৫০)।
রোববার রাতে উপজেলার রানীগঞ্জ বাজার ও বলগাড়ি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান,গত বছরের ৪ই আগষ্ট ঘোড়াঘাট পৌরসভার বাসষ্ট্যান্ডে ছাত্র জনতার শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালানোর মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
যাযাদি/ এসএম