পোরশায় পুকুরে কীটনাশক প্রয়োগ  ৯ লক্ষাধিক টাকার মাছ নিধন

প্রকাশ | ২১ এপ্রিল ২০২৫, ১৫:০৮

পোরশা (নওগাঁ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নওগাঁর পোরশায় মন্টু হাজি নামে এক ব্যক্তির পুকুরে কীটনাশক প্রয়োগ করে প্রায়  ১০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। 

রোববার দিবাগত রাতে উপজেলার ঘাটনগর  ইউনিয়নের রাজবংশী পাড়া এলাকায় একটি পুকুরে  এ ঘটনা ঘটে। লীজ সূত্রে পুকুরের মলিক মন্টু হাজী জানান , রাজবংশী পাড়া এলাকার পাউকা পুকুর লীজ নিয়ে মাছ চাষ করেছিলেন তিনি। পুকুরে কয়েক লাখ টাকার রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়েছিলেন। মাছগুলো বিক্রি করার মতো হয়েছিল।  আগামী সপ্তাহে তিনি  মাছগুলো বাজারে বিক্রি করতেন। কিন্তু তার আগেই দুর্বৃত্তরা পুকুরে কীটনাশক প্রয়োগ করে। ফলে পুকুর সমস্ত মাছ মরে যায়। রাতেই মাছগুলো মরে পুকুরের পানিতে ভাসতে শুরু করে। এতে তার প্রায় ১০ লক্ষ টাকা লোকশান হয়েছে বলে জানান। 

যাযাদি/ এসএম