কালীগঞ্জে স্কুলছাত্রী হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মহাসড়ক অবরোধ
প্রকাশ | ২১ এপ্রিল ২০২৫, ১৫:২৮

নির্মামভাবে হত্যার শিকার ষষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতি আক্তারের খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভোটমারী এবং মদাতি ইউনিয়ন বিএনপি ও সহয়োগী সংগঠনগুলো। এতে শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশ নেন।
অবরোধের ফলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে ঘণ্টা দেড়েক পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
গত ১৬ এপ্রিল সন্ধ্যায় উপজেলার শৈলমারী চরের ফজলুল হকের মেয়ে জান্নাতিকে বাড়িতে একা পেয়ে দুবৃত্তরা পাশের ভুট্টা খেতে নিয়ে গিয়ে হাত-পা ভেঙে ও মুখে বালু ভর্তি করে শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যাকান্ডের সাথে জড়িত অভিযোগে প্রতিবেশি এক যুবকে গ্রেপ্তার করা হয়েছে।
যাযাদি/ এসএম