কটিয়াদীতে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ
প্রকাশ | ২১ এপ্রিল ২০২৫, ১৫:৩০

কিশোরগঞ্জের কটিয়াদীতে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ ধান এবং পাট এর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৯ শত ৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কাজ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আরিফ হোসেন সানি, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, আচমিতা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আল ফয়সাল আকন্দ, দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি মাসুম পাঠান, উপসহকারী কৃষি অফিসার মাইনুল ইসলাম প্রমূখ।
১ হাজার ৯ শত ধানচাষীদের মাঝে ৫ কেজি আউশ বীজ ধান, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ৭০ জন পাট চাষীদের ১ কেজি পাটের বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
যাযাদি/ এসএম