মণিরামপুরে রাস্তায় গর্ত খোড়া বন্ধের দাবি

প্রকাশ | ২১ এপ্রিল ২০২৫, ১৫:৪১

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

চলাচলের পথ স্কেভেটর মেশিন দিয়ে খুঁড়ে গর্ত করায় কয়েক হাজার বিঘার জমির পাকা ধান ঘরে উঠানো ঝুঁকির মধ্যে পড়েছে। উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডভুক্ত গাবুখালী বাজার থেকে দক্ষিণমুখী ডুমুরখালী বিলের কাঁচা রাস্তায় এই অবস্থার সৃষ্টি হওয়ায় কৃষককুল ঝুৃকির মধ্যে পড়ে দিশেহারা অবস্থার মধ্যে রয়েছে। দলবদ্ধ কৃষক সমস্যার সমাধানের আশায় উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্নার সঙ্গে দেখা করে লিখিত গণপিটিশন ও গর্ত খোড়া তিন ভাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ পত্র দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানাযায়, গাবুখালী বাজারের বলখেলা মাঠের দক্ষিণ কর্ণার থেকে একটি কাঁচা রাস্তা ডুমুরখালী বিলের দিকে গেছে। রাস্তাটির অনেকাংশ সরকারি রেকর্ডীয় জমির উপর দিয়ে তৈরী না হলেও ব্যক্তি মালিকানা জমির মালিকগণ স্বেচ্ছায় তাদের জমির উপর দিয়ে রাস্তাটি জনস্বার্থে তৈরী করতে দেয়। কেউ কখনো রাস্তা তৈরীতে বাধা হয়ে দাড়ায়নি। এই রাস্তার উপর দিয়ে সব ধরনের হালকা যানবাহন চলাচল করে থাকে। পথচারীরা পায়ে হেঁটে নিজেদের ফসল ক্ষেতে যায় এবং ফসলের কাজ শেষ করে বাড়ি ফেরে। তারা মাঠ থেকে বিভিন্ন যানবাহনের মাধ্যমে ক্ষেতের ফসল বাড়িতে আনে। এ ক্ষেত্রে গরুর গাড়ি ভ্যান ও নছিমন, করিমন বেশি ব্যবহৃত হয়। দীর্ঘকাল ধরে রাস্তাটি এভাবে স্থানীয় জনগণ ব্যবহার করে আসছে। 

স্থানীয়দের অভিযোগ, জনচলাচলের বাঁধা প্রদান ও মাঠ থেকে ফসল ঘরে উঠাতে না দেওয়ার হীন উদ্দেশ্যে আব্দুল হামিদ শেখের তিন পুত্র মাজেদ, ইজ্জত ও আক্তার কয়েকদিন পূর্বে স্কেভেটর মেশিন দিয়ে জনচলাচলের পথটি খুঁড়ে বড় বড় গর্তের সৃষ্টি করেছে এবং গর্তের মাটি ছড়িয়ে ছিটিয়ে ফেলায় রাস্তাটি কাদাযুক্ত হয়ে পড়েছে। তিন ভাই তাদের বাড়ির সামনে থেকে এই কাজটি শুরু করে সাবেক মেম্বার আলতাফ হোসেন এর জমির মাটি কেটেও গর্ত করেছে। 

স্থানীয় হাবিবুল্লাহ নামের এক ব্যক্তির জমিতে থাকা গাছ-গাছালি উপড়ে ফেলে মাটি চাপা দিয়েছে। তিন ভাইয়ের জন ভোগান্তি ও আইন বিরোধী কর্মকান্ডে তাৎক্ষনিক প্রতিবাদে পরেরদিন রাতে গাবুখালী বাজারে শত শত প্রতিবাদী লোকের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। 

বৃহষ্পতিবার সকালে স্থানীয় ইউপি সদস্য ফসিয়ার রহমান, বিএনপি নেতা মাস্টার সেলিম হোসেন, জামায়াতের মাওলানা ইউসুফ, সাবেক মেম্বার আলতাফ হোসেন সহ বাজারের বহু ব্যবসায়ী নির্বাহী অফিসারের সঙ্গে সাক্ষাত করেন। তারা নির্বাহী অফিসারকে স্থানীয় জনগণের স্বাক্ষরিত একটি গণপিটিশন ও দোষী তিন ভাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন। তাদের দাবী জনচলাচলের এই রাস্তাটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে এবং জনক্ষতিকারী তিন ভাইয়ের বিরুদ্ধে আইনত: ব্যবস্থা নিতে হবে। 

এই বিষয়ে রাস্তার এই অবস্থা সৃষ্টিকারী মাজেদ ও তার ভাইদের দাবী তারা তাদের নিজস্ব জমি রাস্তা থেকে নিজেদের আয়ত্তে আনার জন্য রাস্তা খুড়েছেন। কিন্তু স্থানীয় প্রতিবাদী লোকজনের বক্তব্য দীর্ঘদিনের চলাচলের রাস্তাটি গর্ত করে জনচলাচল বন্ধকরা ও ফসল ঘরে তুলায় প্রতিবন্ধকতার সৃষ্টি করা সমাজ ও আইন বিরোধী কাজ। যা এই তিন ভাই করায় স্থানীয়রা তাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে। স্থানীয়রা জানায় রাস্তার এই সমস্যার কারণে এবার পাকা ইরি ব্রোধাণ কৃষকের ঘরে তুলতে সমস্যায় পড়তে হবে।