ফুলবাড়ীতে তিন আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

প্রকাশ | ২১ এপ্রিল ২০২৫, ১৬:২৮

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলার মামলাসহ বিভিন্ন মামলায় ৩জন আওয়ামীলীগ নেতাসহ ৫জনকে আটক করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতারা হলেন পৌর এলার উত্তর সুজাপুর গ্রামের সৈয়দ জাহিরুল ইসলামের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা আওয়ামী,লীগের অন্যতম সদস্য সৈয়দ সাইফুল ইসলাম কাজি (৪৪), উপজেলার শিবনগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ আলুরডাঙ্গা গ্রামের মৃত বাসুদেব প্রসাদের ছেলে শিবনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি জগদিস কুমার প্রসাদ (৪৫) ও উপজেলার কাজিহাল ইউনিয়নের বাজনাপাড়া গ্রামের আবুল কালামের ছেলে কাজিহাল ইউনিয়ন তাঁতীলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান (৩৩)।
আপর অভিযানে মাদক মামলান পলাতক আসামী উপজেলার মুরারীপুর বুড়ির হাট এলাকার মৃত শুকুর আলীর ছেলে সোহাগ বাবু (২৫) ও চুরির মামলার আসামী পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে বাবুল হোসেন (৩৮) কে আটক করে।

আটককৃতদের সোমবার বেলা ১২ টায় দিনাজপুর কোটে সোপর্দ্দ করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় পৌর শহরের (ছোট যমুনা সেতু সংলগ্ন) ওয়ান জেনারেল হাসপাতালের সামনে বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল হামলার ঘটনায় বিষ্ফোরক আইনে মামলা হয়। সেই মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে তাদেরকর গ্রেফতার করে দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল বিষ্ফ্রোনের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি যুবদলের যুগ্ম আহবায়ক সাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় সন্দেহ ভাজন আসামী হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।