গাইবান্ধায় চীন মৈত্রী হাসপাতাল নির্মাণের দাবিতে সাদুল্লাপুরে মানববন্ধন
প্রকাশ | ২১ এপ্রিল ২০২৫, ১৭:২৮

বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনের অর্থায়নে এক হাজার শয্যার বিশেষায়িত আধুনিক হাসপাতালটি গাইবান্ধায় নির্মাণের দাবিতে সাদুল্লাপুর উপজেলায় মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুর ২টায় সাধারণ ছাত্র-জনতার ব্যানারে স্থানীয় পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের সামনে উপজেলার প্রধান সড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আজমী, উপজেলা বিএনপির আহŸায়ক ছামছুল হাসান ছামছুল ও সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারী সিরাজুল ইসলাম, সাদুল্লাপুর গার্লস কলেজের অধ্যক্ষ শফিকুল আলম, উপজেলা বনিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপন, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা, সাংস্কৃতিক সংগঠক নেয়ামুল আহসান পামেল, সাংবাদিক জাহাঙ্গীর আলম, ভুমিহীন নেতা কামরুল ইসলাম, শিক্ষক ফজলুল কাফী মাসুম প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপি নেতা সাজ্জাত হোসেন পল্টন।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেন, উত্তরাঞ্চলের সবচেয়ে অবহেলিত জনপদের নাম গাইবান্ধা। স্বাধীনতার ৫৪ বছর পরও গাইবান্ধাবাসী আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জেলার ২৬ লাখেরও বেশি মানুষের জন্য রয়েছে একমাত্র জেনারেল হাসপাতাল। সেটিও এখনও স্বয়ংসম্পূর্ণ নয়। তিস্তা ও ব্রহ্মপুত্রসহ নদ-নদী বেষ্টিত ১৬৫টি চর ও দ্বীপচরের মানুষসহ জেলাবাসীকে উন্নত চিকিৎসার জন্য যেতে হয় প্রায় ২০০ কিলোমিটার দূরের বগুড়া কিংবা রংপুর।
তিনি আরও বলেন, এই হাসপাতাল নির্মাণ করার জন্য গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর কিংবা গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন সাকোয়া ব্রীজ এলাকাসহ জেলায় যথেষ্ট খাস জায়গা রয়েছে। এখানে বাংলাদেশ-চীন মৈত্রীর হাসপাতালটি নির্মিত হলে বৃহত্তর রংপুরের মানুষ উপকৃত হবে।