যমুনায় বালু বোঝাই বাল্কহেডে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

প্রকাশ | ২১ এপ্রিল ২০২৫, ১৭:৪০

দৌলতপুর (মানিকগঞ্জ)প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পর  মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার  যমুনা নদীতে  বালুভরা বাল্ক হেডে ও ইঞ্জিন চালিত নৌকায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির এক শীর্ষ  স্থানীয়  নেতা সাবেক উপজেলা চেয়ারম্যানের চাচাতো ভাই  রঞ্জু আহমেদ সহ ৪ জনকে একটি ইঞ্জিন চালিত নৌকা, দুইটি দেশীয়  ধারালো অস্ত্র (হাসুয়া) , নগদ টাকাসহ  গ্রেফতার করেছে পাটুরিয়া নৌ-থানা পুলিশ। 


রোববার (২০ এপ্রিল) দৌলতপুর উপজেলার বাঁচামারা নামক স্থানে যমুনা নদীতে এক অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে। 


গ্রেফতারকৃতরা হলেন, রঞ্জু আহমেদ (২৬) রফিকুল ইসলাম,  লাভলু হোসেন (২৫) পিতা- লোকমান হোসেন, শরিফ শেখ (৩৫) পিতা- রাহাজ শেখ,  শাকিল  আহমেদ (২৮) পিতা- বাবলু শেখ সব সাং- চার কালিকাপুর  থানা - দৌলতপুর  জেলা - মানিকগঞ্জ সহ অজ্ঞাতনামা ৪/৫জন। 

 এবিষয়ে পাটুরিয়া নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)   এ,কে  নজরুল  বিষয়টি নিশ্চিত করে জানান,দীর্ঘদিন যাবৎ এই চাঁদাবাজ  সিন্ডিকেট  যমুনা নদীতে চলাচলকারী  বালুভরা বাল্ক হেডে ও ইঞ্জিন চালিত নৌকায় চাঁদাবাজি করে আসছিল । গোপন সংবাদের ভিত্তিতে  দৌলতপুর থানার  বাঁচামারা যমুনা নদীতে এসআই আতিয়ার রহমানের নেতৃত্বে এক অভিযান পরিচালনা করে। অভিযানে  একটি ইঞ্জিন চালিত নৌকা, দুইটি দেশীয়  ধারালো হাসুয়া , নগদ ৩৫০০/-টাকা সহ ৪ জনকে গ্রেফতার করা হয় ।  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  দৌলতপুর থানায় চাঁদাবাজি অভিযোগে একটি মামলা  করা হয়েছে। 
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)  আল মামুন জানান, পাটুরিয়া নৌ থানা  পুলিশ যমুনা নদীতে অভিযান পরিচালনা করে চারজনকে আটক করে   ।  তাদের বিরুদ্ধে চাঁদাবাজির সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। আজ সোমবার আসামীদের  মানিকগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে ।