কটিয়াদিতে কৃষকলীগের যুগ্ম আহবায়ক আটক
প্রকাশ | ২১ এপ্রিল ২০২৫, ১৯:৩৮

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জুয়েলকে আটক করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।
রোববার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে কটিয়াদি উপজেলার চৈতারভিটা বাজার থেকে তাকে আটক করে এবং রাতেই তাকে কিশোরগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জাকির হোসেন জুয়েল উপজেলার আচমিতা ইউনিয়নের অষ্টঘরিয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান জুয়েলের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মামলা রয়েছে তাছাড়া সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন অপতৎপরতার সাথে সে জরিত থাকার অভিযোগ রয়েছে ।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ টুটুল উদ্দিন জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলা মামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।