ফুলবাড়ীতে অবৈধ্য ভাবে সীমান্ত অতিক্রম করতে গিয়ে স্বামী-স্ত্রী আটক

প্রকাশ | ২১ এপ্রিল ২০২৫, ১৯:৪৬

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশ ভারতে যাওয়ার সময় স্বামী-স্ত্রীকে আটক করেছে বিজিবি। রোববার (২০ এপ্রিল) সন্ধায় উপজেলার জলপাইতলী সীমান্তের বাংলাদেশের সীমানা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলান  চিন্নাই গ্রামের মৃত কার্ত্তিক চন্দ্রর ছেলে অবিনাশ চন্দ্র (২৮) ও অবিনাশ চন্দ্রর স্ত্রী জয়ন্তি রানী (২৬)। তাদেরকে আটক করে ওদিন (রোববার) রাতে ফুলবাড়ী থানায় সোপদ্দ করে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনস্থ জলপাইতলী বিওপি ক্যাম্পের দায়িত্বরত হাবিলদার।

ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল বলেন ধৃত স্বামী-স্ত্রী নওগাঁ জেলা থেকে এসে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে যাওয়ার সময় দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। তাদের বিরুদ্ধে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করার অপরাধে মামলা দায়ের করা হয়েছে।